Monday, June 11, 2012

ডয়চে ভেলে জার্মান বেতারের ইনবক্সে আমার চিঠি

   ডয়চে ভেলে জার্মান বেতারের ইনবক্সে আমার চিঠি


>>> রবিবার সকালে অফিসে এসে ইনবক্স শুনলাম৷ আমার অফিস সকাল আটটায়৷ তাই সকালের অনুষ্ঠান শুনতে সমস্যা হয়৷ তাছাড়া সেনাবাহিনীতে চাকরি৷ তাই বেশ খানিকটা সীমাবদ্ধতা আছে৷ প্রতিদিন সকালে (শুক্র এবং শনিবার ছুটির দিন ছাড়া) অফিসে এসে মোবাইলে রেকর্ড করে রাখি এবং পরে বাসায় যেতে যেতে শুনি৷ আজ সময় পেয়ে অফিসেই শুনে নিলাম৷ তাছাড়া আজ জানুয়ারি ও ফেব্রুয়ারি ২০১২ এর ধাঁধার ফলাফল ঘোষণা করার কথা শুনেছিলাম গতকালের অনুষ্ঠানে৷ তাই আর অপেক্ষা করতে চাইনি৷ কলকাতার একজন বন্ধু বিজয়ী হওয়ায় আমি দারুণ খুশি হয়েছি৷ তবে নিজে না পাবার কষ্টটাও কিন্তু কম লাগেনি৷ আমার বহু বছরের ডি-এক্সিং জীবনে একটা পুরস্কারও জোটেনি ডয়চে ভেলে থেকে৷ মাঝে মাঝে মনে হয় আর লিখবনা৷ কিন্তু কেন জানি না লিখে পারিনা৷ 

 বিস্তারিত জানতে ক্লিক করুন>>>
http://www.dw.de/dw/article/0,,16013831,00.html 

 "আপনাদের মতামত পাতায়"
 www.facebook.com/kushtia.rana
রিপোর্ট: হৃদয় ১২০৬২০১২ ঢাকা সেনানিবাস।
 রিপোর্ট: হৃদয় ১২০৬২০১২



No comments:

Post a Comment

ঢাকায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের সদস্য ও নিয়মিত শ্রোতাদের আলাপচারিতা

  ফেব্রুয়ারি ২৪, ২০২১। বুধবার। ঢাকা। আসসালামু আলাইকুম। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক আহসানুল হককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের...