আসসালামু আলাইকুম,
ঈদের রেশ কাটতে না কাটতেই রেডিও শ্রোতাবন্ধুদের জন্য আয়োজিত হতে যাচ্ছে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন। বাংলাদেশের ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব আগামী নভেম্বর মাসের মাঝিমাঝি সময়ে যশোরে আয়োজন করতে যাচ্ছে একটি শ্রোতা সম্মেলন। আশা করছি সব বন্ধুরা অংশ নিবেন। বিস্তারিত পরে জানানো হবে।
আল্লাহ আপনাদের মঙ্গল করুন।
খোদা হাফেজ।
খোদা হাফেজ।
সোহেল রানা হৃদয় (S21MP)
প্রেসিডেন্ট: ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব
ভিউয়ার/পরিদর্শক
আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬। বাংলাদেশ।
মোবাইল:+৮৮ ০১৭১৫ ৬৬৯ ৫৫৪।
প্রেসিডেন্ট: ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব
ভিউয়ার/পরিদর্শক
আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬। বাংলাদেশ।
মোবাইল:+৮৮ ০১৭১৫ ৬৬৯ ৫৫৪।
https://www.facebook.com/kushtia.rana
No comments:
Post a Comment