Monday, December 17, 2012

বিশেষ কুইজ প্রতিযোগীতা-২০১৩



  ভয়েস অব আমেরিকা  

>> ভয়েস অব আমেরিকার ৭০ বছর পুর্তি ও ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান সম্প্রচারের ৫৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ কুইজ প্রতিযোগিতা-২০১৩।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আনন্দের সাথে জানাচ্ছি যে চলতি বছর ভয়েস অব আমেরিকা তার অনুষ্ঠান সম্প্রচারের ৭০ বছর পূর্ণ করেছে এবং আগামী ২০১৩ সাল বাংলা অনুষ্ঠান সম্প্রচারের ৫৫তম বার্ষিকীএ উপলক্ষে জেলা ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব-চুয়াডাঙ্গা এক বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। 
সকল শ্রোতা বন্ধুকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনের আমন্ত্রণ জানাচ্ছি
প্রশ্নসমূহ:
প্রশ্নঃ ১ভয়েস অব আমেরিকার অনুষ্ঠান সম্প্রচার কোন সালে শুরু হয়?
১৯৪১ খ১৯৪৩ ‌গ ১৯৪০ ঘ১৯৪২
প্রশ্নঃ ২ ভয়েস অব আমেরিকা বাংলা অনুষ্ঠান সম্প্রচার কোন সালে শুরু হয়?
১৯৫৫ ‌খ ১৯৫৮ গ১৯৬০ ঘ ১৯৬২
প্রশ্নঃ ৩। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের বর্তমান প্রধানের নাম কি?
জিয়াউর রহমান খসরকার কবির উদ্দীন গরোকেয়া হায়দার ঘইকবাল বাহার চৌধুরী
প্রশ্নঃ ৪ ভয়েস অব আমেরিকা দিনে কয়বার বাংলা অনুষ্ঠান সম্প্রচার করে?
১বার খ২বার গ৩বার ঘ৪ বার
প্রশ্নঃ ৫ভয়েস অব আমেরিকার জনপ্রিয় কল ইন-শো হ্যালো ওয়াশিংটন কি বারে প্রচারিত হয়?
রবিবার খসোমবার গ শনিবার ঘ বুধবার
প্রশ্নঃ ৬ ভয়েস অব আমেরিকার বাংলা খবর বাংলাদেশের কোন এফএম রেডিও প্রচার করে?
রেডিও আমার খ রেডিও ফূর্তি গ রেডিও টুডে ঘ রেডিও পদ্মা
প্রশ্নঃ ৭ ভয়েস অব আমেরিকার প্রযোজনা হ্যালো আমেরিকা বাংলাদেশের কোন টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়?
চ্যানেল আই খ একুশে টিভি গ এনটিভি ঘদেশ টিভি

র্তাবলীঃ
১. সবকটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৩০ জনকে লটারীর মাধ্যমে নিইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, বেতার-টিভি ব্যক্তিত্ব, ডিএক্সার এবং ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব সংগঠক আকবর হায়দা কিরনের সৌজন্যে বিশেষ পুরষ্কার প্রদান করা হবে
২. প্রশ্নপত্রের ফটোকপি গ্রহনযোগ্য হবে
৩. উত্তরপত্র আগামী ২৮-০২-২০১৩ তারিখের মধ্যে ডাকযোগে পৌছাতে হবে
৪. বিস্তারিত তথ্যের জন্য ইমেল, ফোন ও এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

Cell: +88 01712447351    - Abdullah 
       +88 01715669554    - Shohel Rana Redoy
             kushtia.rana@gmail.com
ধন্যবাদান্তে:
মো: আব্দুল্লাহ (চুয়াডাংগা)
সোহেল রানা হৃদয় (ঢাকা)


No comments:

Post a Comment

ঢাকায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের সদস্য ও নিয়মিত শ্রোতাদের আলাপচারিতা

  ফেব্রুয়ারি ২৪, ২০২১। বুধবার। ঢাকা। আসসালামু আলাইকুম। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক আহসানুল হককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের...