২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ পত্র লেখক ও
জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ধাঁধা বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।নিম্নে বিজয়ীদের নাম প্রকাশ করা হলো:
জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ধাঁধায় আইপড বিজয়ী দু’জন:
১। সুভাষ চক্রবর্তী, মিনিস্ট্রি অফ কর্পোরেট এফেয়ার্স, শাস্ত্রী ভবন ‘এ’ উইং ,
রুম নং ৫২০, ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড, নতুন দিল্লি, ভরত৷
২। সাবিনা সুলতানা সোহেলি, ৩২/এ , মিতালী রোড, ধানমন্ডি ১২০৯, ঢাকা৷
রেডিও বিজয়ী ১২ জন:
১. .এনামুল হক, টেকাতাপাড়া, দাউকান্দি, পবা, রাজশাহী ৬২৩০৷
২. দেওয়ান রফিকুল ইসলাম, ফ্রেন্ডস রেডিও ক্লাব, হাট নওগাঁ, পাটালীর মোর, নওগাঁ ৷
৩. সুলতান মাহমুদ সরকার, সেতু রেডিও ফ্যান ক্লাব, ফেটগ্রাম, মান্দা, নওগাঁ-৬৫১১৷
৪. ফুয়াদ, সবুজ মেডিকেল হল, হসপিটাল রোড, করিমগঞ্জ বাজার, কিশোরগঞ্জ৷
৫. শিরী বেগম, সোরেস অফ নলেজ ক্লাব, শাহাপুর, কে পাড়া, শান্তাহার ৫৮৯১, নওগাঁ৷
৬. ড. আলাউদ্দিন, সহযোগি অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-৪৩৩১
৭. মো.আবদুল্লাহ শাফী, ইস্টার্ন নিবাস, ১৩৮ গুলশান এভিনিউ, আলিফ অ্যাসেট ম্যানেজমেন্ট, রুম ৩০৩, গুলশান-২, ঢাকা ১২১২৷
৮. আশিক ইকবাল টোকন, লক্ষ্মীপুর গ্রেটার রোড, জিপিও বক্স ৫৬, রাজশাহী ৬০০০৷
৯. এমএ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজমপুর, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷
১০. মো. আশরাফুল ইসলাম, নাক্সি মহল্লাপাড়া, পান্ডুয়া, হুগলী, পঃবঃ ৭১২১৪৯, ভারত৷
১১. সোহেল কুদরত-ই-খোদা প্রযত্নে খোদাবক্স শেখ, পতিকাবাড়ি, নওদা, মু্শিদাবাদ- ৪৭২১৬২, ভারত৷
১২. মানসী মুখার্জী প্রযত্নে পুস্প মৈত্রী, ইসলামপুর, মুর্শিদাবাদ, ভারত৷
মো.সোহেল রানা হৃদয়, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ঢাকা সেনানিবাস, ঢাকা, বাংলাদেশ৷
গুলশান পোস্ট অফিস, পোস্টবক্স ৬১৩০ ,গুলশান ১, ঢাকা - ১২১২
পোস্টবক্স নং ৫২১১, চাণক্যপুরি, নতুন দিল্লি ১১০০২১, ভারত।
৫৩১১০ বন, জার্মানি
বাংলাদেশ থেকে এসএমএস করার নম্বর 0088 0173 0302205
আর ভারত থেকে এসএমএস করার নম্বর 0091 9830 997232
ই-মেল ঠিকানা: bengali@dw.de
Report@S21MP
06032013
Report@S21MP
06032013
No comments:
Post a Comment