বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ ও পুষ্টিসেল কর্তৃক প্রচারিত ধারাবাহিক নাটক পারুলের সংসার এর ৬৭তম পর্বে বিজয়ী হিসেবে পুরস্কার বিতরণী ও সাক্ষাতকার গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ১ মার্চ ২০১৩ তারিখে বাংলাদেশ বেতারের আগারগাও এর কার্যালয়ে। পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি করে রেডিও এবং নগদ ৮০০ টাকা। ঐ দিন ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১ ও ৭২ তম পর্বে বিজয়ী বন্ধুরা এসেছিলেন অনুষ্ঠানে। কিছু ছবি আপনাদের জন্য।
রিপোর্ট: হৃদয়
১১০৪২০১৩
বাংলাদেশ বেতারে প্রযোজক আকবর হোসেন এর কাছ থেকে পুরস্কার
গ্রহণ করছেন রওশন আরা লাবনী ও রওশন মুরাদ মুগ্ধ ।রিপোর্ট: হৃদয়
১১০৪২০১৩
No comments:
Post a Comment