Wednesday, April 3, 2013

রেডিও জাপান কুইজ: এপ্রিল ২০১৩

।=> রেডিও জাপান-বাংলা বিভাগ। 

এপ্রিল, ২০১৩-এর কুইজ ও সম্ভাব্য উত্তর :
সঠিক উত্তর পাঠানো শেষ তারিখ ৩০শে এপ্রিল ২০১৩।

১) তোহোকু অঞ্চলের শিশুরা ‘আওই মাদো’ কবিতার সংকলণে কবিতা লিখেছিল।

‘আওই মাদো’ অর্থ কী?
ক) নীল জানালা খ) লাল সূর্য গ) সবুজ পৃথিবী

২) বাংলাদেশের মুক্তিযুদ্ধ সরাসরি প্রত্যক্ষ করা জাপানি মহিলার নাম কী?
ক) তাদামাসা হুকিউরা খ) রিৎস্কো আবেদীন গ) কাজুও আজুমা

মার্চ, ২০১৩-এর ফলাফল ঘোষণার তারিখ : ২৮শে এপ্রিল, ২০১৩
 

<<>> ফেব্রুয়ারি ২০১৩-এর কুইজ বিজয়ীদের নাম:

১ ) এস জে আলআমীন, কয়েরদারা (বিলপাড়া), সপুরা, রাজশাহী;
২ ) মাহফুজা আক্তার মায়া, সোনাইচান্দি হাট, চাঁপাইনবাবগঞ্জ;
৩ ) সামাদ মণ্ডল, আমতলা দূর্গাপুর, মুর্শিদাবাদ। 

রিপোর্ট: হৃদয়
০৪০৪২০১৩

No comments:

Post a Comment

ঢাকায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের সদস্য ও নিয়মিত শ্রোতাদের আলাপচারিতা

  ফেব্রুয়ারি ২৪, ২০২১। বুধবার। ঢাকা। আসসালামু আলাইকুম। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক আহসানুল হককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের...