।=> রেডিও জাপান-বাংলা বিভাগ।
এপ্রিল, ২০১৩-এর কুইজ ও সম্ভাব্য উত্তর :
সঠিক উত্তর পাঠানো শেষ তারিখ ৩০শে এপ্রিল ২০১৩।
১) তোহোকু অঞ্চলের শিশুরা ‘আওই মাদো’ কবিতার সংকলণে কবিতা লিখেছিল।
‘আওই মাদো’ অর্থ কী?
ক) নীল জানালা খ) লাল সূর্য গ) সবুজ পৃথিবী
২) বাংলাদেশের মুক্তিযুদ্ধ সরাসরি প্রত্যক্ষ করা জাপানি মহিলার
নাম কী?
ক) তাদামাসা হুকিউরা খ) রিৎস্কো আবেদীন গ) কাজুও আজুমা
মার্চ, ২০১৩-এর ফলাফল ঘোষণার তারিখ : ২৮শে এপ্রিল, ২০১৩
<<>> ফেব্রুয়ারি ২০১৩-এর কুইজ বিজয়ীদের নাম:
১ ) এস জে আলআমীন, কয়েরদারা (বিলপাড়া), সপুরা, রাজশাহী;
২ ) মাহফুজা আক্তার মায়া, সোনাইচান্দি হাট, চাঁপাইনবাবগঞ্জ;
৩ ) সামাদ মণ্ডল, আমতলা দূর্গাপুর, মুর্শিদাবাদ।
রিপোর্ট: হৃদয়
০৪০৪২০১৩
No comments:
Post a Comment