Sunday, June 16, 2013


বন্ধুরা, 
আমরা গভীরভাবে শোকাহত!!!!!!!!!!


আমাদের সবার প্রিয় ঝিনাইদহের ডি-এক্সার জামান সিদ্দিকী ভাই আর আমাদের মাঝে নেই। আজ ভোরে তিনি ঢাকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন...। আর কোন দিন দেখা বা কথা হবে না কারো সাথে কোন  বেতার শ্রোতা সম্মেলনে বা বেতার বিষয়ক কর্মকান্ডে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।



                             ডয়চে ভেলে জার্মান বেতারের শ্রোতা সম্মেলন ২০০৮, ঢাকা।

ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব
আইজিএসএন্ডসি
ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।


No comments:

Post a Comment

ঢাকায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের সদস্য ও নিয়মিত শ্রোতাদের আলাপচারিতা

  ফেব্রুয়ারি ২৪, ২০২১। বুধবার। ঢাকা। আসসালামু আলাইকুম। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক আহসানুল হককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের...