ডয়চে ভেলে থেকে ল্যাপটপ পুরষ্কার: বিজয়ী হয়েছে আমার স্ত্রী রওশন আরা লাবু...
ডয়চে ভেলে জার্মান বেতারের ফেইসবুক ফ্যান পেইজ এ একটি বিশেষ কুইজের আয়োজন করা হয়- ডয়চে ভেলে জার্মান বেতারের সাপ্তাহিক টিভি অনুষ্ঠান "অন্বেষণ" পরিবেশ ও বিঞ্জান বিষয়ে নানা তথ্য ও ভিডিও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। এই বিষয় নিয়ে ফেইসবুক এ একটি কুইজ আয়োজন করা হয়। যেখানে পাচজনকে বিজয়ী ঘোষণা করার কথা বলা হয়। তারই সূত্র ধরে গত ২২ অক্টোবর ২০১৩ তারিখে ডয়চে ভেলের ওয়েবসাইটে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। বিজয়ীরা হলেন-
এই বিশেষ আয়োজনের পুরস্কার হিসেবে দেবার কথা পাঁচটি স্যামসাং ক্রোমবুক ল্যাপটপ। যা অত্যান্ত ভালমানের।
সব বিজয়ী বন্ধুদেরকে অভিনন্দন।
Report@ S21MP
22102013
ডয়চে ভেলে জার্মান বেতারের ফেইসবুক ফ্যান পেইজ এ একটি বিশেষ কুইজের আয়োজন করা হয়- ডয়চে ভেলে জার্মান বেতারের সাপ্তাহিক টিভি অনুষ্ঠান "অন্বেষণ" পরিবেশ ও বিঞ্জান বিষয়ে নানা তথ্য ও ভিডিও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। এই বিষয় নিয়ে ফেইসবুক এ একটি কুইজ আয়োজন করা হয়। যেখানে পাচজনকে বিজয়ী ঘোষণা করার কথা বলা হয়। তারই সূত্র ধরে গত ২২ অক্টোবর ২০১৩ তারিখে ডয়চে ভেলের ওয়েবসাইটে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। বিজয়ীরা হলেন-
ফেসবুকের এই বিশেষ ধাঁধার প্রশ্ন ছিল, অন্বেষণের বিষয়গুলি কী?
১. রাজনীতি ও অর্থনীতি
২. বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ
৩. ধর্ম ও আধ্যাত্মাতিকতা
সঠিক উত্তর: বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ৷
এই বিশেষ প্রতিযোগিতার ফলাফল লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে৷ এতে বিজয়ী হয়েছেন,
1. Asif Anwar Pathik ; ই-মেল: asif.anwar.bd@gmail.com
2. Bikash Ghosh ; ই-মেল: drghosh72@gmail.com
3. Md Uz Zaman ; ই-মেল: uncommon_akter@yahoo.com
4. Rowshan Mukta ; ই-মেল: raramukta@gmail.com
5. Rowshan Ara Labu
ই-মেল: kushtia.labu@yahoo.com
এই বিশেষ আয়োজনের পুরস্কার হিসেবে দেবার কথা পাঁচটি স্যামসাং ক্রোমবুক ল্যাপটপ। যা অত্যান্ত ভালমানের।
সব বিজয়ী বন্ধুদেরকে অভিনন্দন।
Report@ S21MP
22102013
Assalamualaikum,
ReplyDeletePlease see your inbox or spam folder in your mail (Facebook). U got a mail from DW...then send info what they need....Thank U
ALLAH HAFEZ
Congratulations! I'm also winner in this contest...
ReplyDelete