>> ক্লাব কার্যক্রমের কিছু তথ্য-ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব<<
আগস্ট ২০১২, ঈদুল ফিতর
আসসালামু আলাইকুম।
আমাদের ভালবাসা এবং শুভেচ্ছা নিবেন। আশা করছি সবাই ভাল আছেন।
আমরা সবাই ভাল আছি।
আমাদের ভালবাসা এবং শুভেচ্ছা নিবেন। আশা করছি সবাই ভাল আছেন।
আমরা সবাই ভাল আছি।
পরলিপি,
আগস্ট ২০১২,
ঈদুল ফিতর পালন উপলক্ষ্যে ঢাকা থেকে গ্রামের বাড়ীতে যায় এবং বিভিন্ন বেতারের
কার্যক্রম নিয়ে ক্লাবে আলোচনা হয়। নবীন-প্রবীণ সকল শ্রোতা উপস্থিত ছিল সকল
আলোচনায়।
** দুইদিন
ব্যাপী ইফতার পার্টির আয়োজন, ঈদ পুনর্মিলনীসহ নানা আয়োজন ছিল ক্লাব কর্মকান্ডের মধ্যে।
গ্রামের
সবার ইন্টারনেট নেই তাই তাদের হয়ে আমি কোন কথা লিখিনি বলে অনেকে অভিযোগ করেছে। আমি
কথা দিয়েছি সবার হয়েই লিখবো। Mশর্টওয়েভে আবার অনুষ্ঠান চালু করার ব্যাপারে সবাই
মতামত দিয়েছে। তা না হলে যেন মিডিয়াম ওয়েভে হলেও ব্যাবস্থা করার অনুরোধ জানিয়েছেন।
ঈদ পরবর্তী
নানা আয়োজন ছিল:
১) আলোচনা
অনুষ্ঠান-বেতার এবং সামাজিক বিভিন্ন বিষয় ।
২) রেডিও শ্রোতা
ক্লাব গাইড লাইন সম্পর্কে।
৩) রেডিও
কর্তৃক প্রেরিত বিভিন্ন ডকুমেন্টস, পুরস্কার প্রাপ্তী ও অন্যান্য বিষয়।
৪) শ্রো্তা
সম্মেলন ও শ্রোতা স্বার্থ সম্পর্কিত বিষয়।
৫) ভাষা
শিক্ষা সংক্রান্ত বিষয়।
৬) প্রবীণ
শ্রোতাদের সম্মাননা।
৭) আগামী ঈদ
পরিকল্পনা এবং ক্লাব কার্যক্রম পরিচালনা পর্ষদ গঠন।
৮) স্মারক উপহার
বিতরণ: ষ্টিকার, ব্যাজ, ভাষা শিক্ষার বই, অনুষ্ঠান সূচী ইত্যাদি।
৯)
ডি-এক্সিং সামগ্রী প্রদর্শনী।
১০) ক্লাব
সদস্যদের কর্মস্থল এবং বর্তমান অবস্থান সম্পর্কে আলোচনা।
** অনুষ্ঠানে
আগত এবং ক্লাব শ্রোতাদের মধ্যে অনেকেই এখন নানা জায়গায় প্রতিষ্ঠিত।
যেমন-ইউপি
চেয়ারম্যান, DBHaFIdনির্বাহী ম্যাজিষ্ট্রেট, গ্রাফিক্স ডিজাইনার, একাউন্ট্যান্ট,
ব্যাংকার, বিভিন্ন বিশ্বব্যিালয়ে অধ্যয়নরত ছাত্র- বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়,
মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক এএসপি, বর্তমান সেনাসদস্য, পুলিশ বাহিনীর সদস্য, পুলিশের
এস আই সহ নানা পদের কর্মকর্তাবৃন্দ। সবাই এসেছিলেন ঈদ উপলক্ষ্যে গ্রামে এবং সবার
সাথেই বৈঠক হয় নানা বিষয় নিয়ে।
সবার
উপস্থিতিতে সকল কার্যক্রম সম্পন্ন হয় দারুনভাবে।
আর এ কাজে ক্লাবের যেসকল সদস্যরা সহায়তা করেছে-
আর এ কাজে ক্লাবের যেসকল সদস্যরা সহায়তা করেছে-
>> যেমন-নির্বাহী
ম্যাজিষ্ট্রেট- মিজানুর রহমান (তুষার), একাউন্ট্যান্ট-মুনসুর আলী, গ্রাফিক্স
ডিজাইনার-আলীনুর, ক্রিকেট খেলোয়াড়-রাশিদুল, নুরুল, রানা, মন্টু,
ইলেকট্রিশিয়ান-মকলেসুর রহমান, পুলিশ সদস্য-মহিদুল ইসলাম, মামুনার রশিদ রাজা, ফিরোজ
ও রতন, পল্লি পশু চিকিতসক-মোনায়েম হোসেন মহন, সেনাসদস্য-কামরুল ইসলাম, শামীম,
ব্যবসায়ী-আ: বারেক, তোরাপ হোসেন, ব্যাংকার-মনা, গার্মেন্টস কর্মকর্তা-শামসুল
ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ফিরোজ আহমেদ, ইসলামী বিশ্কবিদ্যালয়ের ছাত্র-নাসির
ও লাল মিয়া, বুয়েটের-মুবিন, সিরাজগঞ্জ মেডিকেলের-মাসুদ, পাবনা ইঞ্জিনিয়ারিং
কলেজের-মামুন, পলিটেকনিকের শিক্ষক-টুটুল, এনজিও কর্মকর্তা-মাসুদ, ইলেক্ট্রিক্যাল
কোম্পাণীর ইঞ্জিনিয়ার-আমিরুল ইসলাম, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সমাজ সেবক -মো:
দবির উদ্দিন বিশ্বাস প্রমুখ।
সবার শুভকামনা
আর উপস্থিতিতে ক্লাবে আবার নতুন করে প্রাণ ফিরে আসে।
আগামী পরিকল্পনার চিন্তা নিয়ে সবাই যে যার মতো ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্নি প্রান্তে....
আগামী পরিকল্পনার চিন্তা নিয়ে সবাই যে যার মতো ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্নি প্রান্তে....
জয় হোক
সবার....
শুভকামনায়..
সোহেল রানা
হৃদয় (S21MP)
প্রেসিডেন্ট-ফ্রেন্ডস
ডি-এক্সিং ক্লাব,
dHভিউয়ার/পরিদর্শক
আই জি এস
এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬। বাংলাদেশ।
মোবাইল: +৮৮
০১৭১৫৬৬৯৫৫৪।
ওয়েবসাইট: http://www.fdcradio.blogspot.com
ফেইসবুক: www.facebook.com/kushtia.rana
MD SHOHEL RANA
REDOY (S21MP),
PRESIDENT:
FRIENDS D-XING CLUB,
REG NO. CRI-B-092-04.
VIEWER/INSPECTOR.
IGS&C, DHAKA
CANTONMENT, DHAKA-1206.
BANGLADESH.
CELL:
+88 01715669554.
বিস্তারিত ছবি >>> ফেইসবুক ও ওয়েবসাইটের ঠিকানায় ক্লিক করুন>>>>