Thursday, February 7, 2013

চীনের দুই অধিবেশন সম্পর্কে শ্রোতাদের অনুভূতি ও জানার আগ্রহ সম্পর্কে ধারণা পেতে চীন আন্তর্জাতিক বেতারের ইন্টারনেট জরিপ








২০১৩ সালের মার্চ মাসে চীনের ১২তম জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন এবং ১২তম জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। এই দুই অধিবেশন সম্পর্কে শ্রোতাদের অনুভূতি ও জানার আগ্রহ সম্পর্কে ধারণা পেতে চীন আন্তর্জাতিক বেতার এক ইন্টারনেট জরিপের আয়োজন করেছে। সবার সক্রিয় অংশগ্রহণকে স্বাগত জানানো হচ্ছে।

১‌.চীনের জাতীয় গণ কংগ্রেস ও গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন সম্বন্ধে আপনি কতটুকু জানেন?



২. চীনের এই দুই সম্মেলন সম্বন্ধে আপনি কোন কোন মাধ্যম থেকে তথ্য পেয়ে থাকেন বা পেয়েছেন? 
(প্রশ্নের উত্তর একাধিক হতে পারে)




৩. চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে এই দুই সম্মেলনের সাথে সংশ্লিষ্ট কোন কোন বিষয় সম্পর্কে আপনি জানতে আগ্রহী? (প্রশ্নের উত্তর একাধিক হতে পারে)



















৪. দুর্নীতি দমনে চীন সরকারের আর কী কী ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন?



৫. খাদ্য ও ওষুধ নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত?



৬. পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে চীনের কোন কোন পদ্ধতি অবলম্বন করা উচিত বলে আপানি মনে করেন?




চীনের কোন কোন সামাজিক নিশ্চয়তাবিধান ব্যবস্থা জোরদার করা উচিত বলে আপনি মনে করেন?



৮. চীনে কীভাবে কৃষিক্ষেত্রে আরো উন্নয়ন করা যায় বলে আপনি মনে করেন?



৯. চীনের অর্থনৈতিক উন্নয়নকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?



১০. চীনের সংস্কৃতি সম্বন্ধে আপনার মতামত:
১১. চীনের নতুন নেতার কাছে আপনার প্রত্যাশা
জরিপে অংশগ্রহন করার জন্য আপনাকে ধন্যবাদ। ২০১৩ সালে চীনের কমিউনিস্ট পার্টির দুই অধিবেশন সম্পর্কে আপনি কি কি বিষয় জানতে আগ্রহী? এখানে লিখুন:
জরিপে অংশগ্রহণকারীর ব্যক্তিগত তথ্য:
নাম
নাগরিকত্ব
বয়স
ঠিকানা
ই-মেইল
বিস্তারিত জানতে ক্লিক করুন>> http://bengali.cri.cn/801/2013/02/08/Zt41s131889.htm

ঢাকায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের সদস্য ও নিয়মিত শ্রোতাদের আলাপচারিতা

  ফেব্রুয়ারি ২৪, ২০২১। বুধবার। ঢাকা। আসসালামু আলাইকুম। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক আহসানুল হককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের...