Monday, November 24, 2014

VOA world cup football quiz: prize distributions.

১৪ নভেম্বৱ ২০১৪ তাৱিখে ঢাকাৱ জাতীয় প্রেস ক্লাবে ভয়েস অব আমেৱিকা বাংলা বিভাগেৱ ঢাকা প্রতিনিধি এস এম জহুৱুল আলম VOA কর্তৃক বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদেৱ মধ্যে পুৱষ্কাৱ বিতরন কৱেন৷ বিজয়ীদেৱ মধ্যে ঢাকাৱ সোহেল ৱানা হৃদয়, কুষ্টিয়াৱ ওবায়দুল্লাহ পিন্টু, চুয়াডাংগাৱ আশৱাফুল ইসলাম এবং ৱাজশাহীৱ নুৱুজ্জামান উপস্থিত ছিলেন৷
পুৱষ্কাৱ হিসেবে ক্যালকুলেটৱ, কলম, ভিজিটিং কার্ড হোল্ডাৱ, চাবীৱ ৱিং দেন৷ 
যেগুলোকে পুৱষ্কাৱ বলা যায় না৷ 
এগুলো উপহাৱ!













link:https://www.facebook.com/#!/kushtia.rana

Tuesday, August 26, 2014

KBS World Service 2nd Quarter Quiz Contest Prize-"CAP" (27 Aug 2014)

Friends,
A while ago I got to come to the office- KBS World Service 2nd Quarter Quiz Contest Prize-"CAP" Its a nice cap with KBS logo.(Without any customs charge).


Photos are:




















Report@S21MP
27082014
https://www.facebook.com/kushtia.rana

Monday, July 7, 2014

Do you know Slovakia? – Sixth Round Quiz

Do you know Slovakia? – Sixth Round
Radio Slovakia International

Dear Listeners, welcome to our latest competition; Poznáte Slovensko? or Do you know Slovakia? In this 6th and final round we’ll be looking at the precious stones called opal
s to learn of their significance in Slovakia’s history. Of course, we have also added a competition question, giving you the chance to win great Slovak prizes.

Click on the play button and listen to the report to answer the following question: Which Slovak town is known as the city of opals?

Link: 
http://en.rsi.rtvs.sk/clanok/rubriky/competition/do-you-know-slovakia-sixth-round


Report@S21MP
08072014

Radio Prague's Monthly Quiz-JULY

Radio Prague's Monthly Quiz

Test your knowledge of things Czech! On the first day of the month Radio Prague will announce the month’s quiz question on this site. At the end of every month we will draw six winners from the correct answers re
ceived. Join our contest and win a Radio Prague prize! Answers should be sent to cr@radio.cz by the end of the month.
The winners will be featured on this site.
Question for July:
Czech Art Nouveau painter Alfons Mucha, who died 75 years ago, won broad recognition when he created a series of posters for a famous French actress. What was her name?


Link: http://radio.cz/en/static/monthly-quiz/



Report@S21MP
08072014

Saturday, June 28, 2014

সুপ্রিয় বন্ধুরা, 
আমার ভালবাসা ও শুভেচ্ছা নিবেন। আশা করছি সবাই ভাল আছেন। 
আমি এবং ক্লাবের সবাই ভাল আছি।
পরলিপি,
গত ২৬ জুন ২০১৪ তারিখ বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাব ঢাকায় ভয়েস অব আমেরিকার একাল-সেকাল আর ফ্যান ক্লাব কার্যক্রমসহ নানা রকম বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথিী হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার মি. আহসানুল হক সাহেব। তাছাড়া আরো উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের ঢাকা সংবাদদাতা মো: জহুরুল আলম। ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, কুষ্টিয়া ও অন্যান্য জেলার ভিওএ ফ্যান ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবার পরিচিতি পর্বের মধ্য দিয়ে শুরু হয় এই ঘরোয়া আলোচনার। উপস্থিত শ্রোতা প্রতিনিধিদের নানা দাবি উঠে আসে এই আলোচনায়। বিশেষ করে মি. আহসান সাহেবকে কাছে পেয়ে সবাই একসাথে বলতে চেয়েছিল সবার কথা। পরে এক এক তিনি সবার কথা শুনেন এবং তা ভিওএ কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। দাবিসমূহের মধ্যে ছিল:

ক। ঢাকাসহ বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে আবার এফএম ব্যান্ডে বাংলা অনুষ্ঠান সম্প্রচার করার ব্যবস্থা করা।
খ। মোবাইল ফোনের মাধ্যমে (শর্ট কোড/বিবিসি'র মতো) ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা।
গ। সাপ্তাহিক/মাসিক কুইজ চালুর ব্যবস্থা করা।
ঘ। এমপি-থ্রী আকারে অনুষ্ঠানের অডিও ফাইল ওয়েবসাইট বা ফেইসবুক পাতায় আপলোড করা।
ঙ। অডিও ফাইলের পাশাপাশি লিখিত ডকুমেন্টস ওয়েবসাইটে প্রকাশ করা।
চ। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত কুইজের নানা দিক তুলে ধরা।
ছ। শ্রোতা ক্লাব রেজিষ্ট্রেশন দেয়ার ব্যপারে বিশেষ পদক্ষেপ নেয়া।
জ। বছরে একবার বড় আকারের শ্রোতা সম্মেলনের আয়োজন করা।
ঝ। বিভিন্ন জেলায় শ্রোতা সম্মেলন করলে সেখানে VOA এর প্রতিনিধি উপস্থিত থাকা।
ঞ। নিয়মিত শ্রোতাদের সাথে পত্রালাপ/যোগাযোগ করা।

এ সব বিষয় ছাড়াও ব্যাক্তিগত পর্যায়ের নানা বিষয় উঠে এসেছে আলোচনায়।
দীর্ঘ সাড়ে তিন ঘন্টার আলোচনার মাঝে সবাই প্রেস ক্লাবের নামকরা "ডালপুরী" খেতে ভুল করিনি। মি. আহসানুল হক সাহেবের সাথে ফটোসেশন সবাইকে এক কাতারে দাড় করিয়েছেন। সবাই দারুন উপভোগ করেছে বিস্তারিত আলোচনা।
মি. আহসান সাহেব সবাইকে নিয়মিতভাবে অনুষ্ঠান শোনা এবং মতামত জানানোর অনুরোধ করেন।
রাত সাড়ে আটটার পরে প্রেসক্লাব ছেড়ে যে যার গন্তব্যে চলে যায়।












Report@S21MP
27062014

Tuesday, June 10, 2014

বিশেষ কুইজ প্রতিযোগীতা: "বিশ্বকাপ ফুটবল ২০১৪ ব্রাজিল" উপলক্ষ্যে-


বন্ধুরা,

আমাদের "ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব" এবং "ঝিনুক ফাউন্ডেশন" এর 

পক্ষ থেকে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি কুইজের আয়োজন 

করতে যাচ্ছি। আমাকে কিছু প্রশ্ন ও পরামর্শ দিয়ে সাহায্য করুন। 

আশা করছি আমার বন্ধুরা আমাকে সার্বিক সাহায্য ও সহযোগীতা করবেন।
মোবাইল: ০১৭১৫৬৬৯৫৫৪।


ঢাকায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের সদস্য ও নিয়মিত শ্রোতাদের আলাপচারিতা

  ফেব্রুয়ারি ২৪, ২০২১। বুধবার। ঢাকা। আসসালামু আলাইকুম। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক আহসানুল হককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের...