Saturday, June 28, 2014

সুপ্রিয় বন্ধুরা, 
আমার ভালবাসা ও শুভেচ্ছা নিবেন। আশা করছি সবাই ভাল আছেন। 
আমি এবং ক্লাবের সবাই ভাল আছি।
পরলিপি,
গত ২৬ জুন ২০১৪ তারিখ বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাব ঢাকায় ভয়েস অব আমেরিকার একাল-সেকাল আর ফ্যান ক্লাব কার্যক্রমসহ নানা রকম বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথিী হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার মি. আহসানুল হক সাহেব। তাছাড়া আরো উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের ঢাকা সংবাদদাতা মো: জহুরুল আলম। ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, কুষ্টিয়া ও অন্যান্য জেলার ভিওএ ফ্যান ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবার পরিচিতি পর্বের মধ্য দিয়ে শুরু হয় এই ঘরোয়া আলোচনার। উপস্থিত শ্রোতা প্রতিনিধিদের নানা দাবি উঠে আসে এই আলোচনায়। বিশেষ করে মি. আহসান সাহেবকে কাছে পেয়ে সবাই একসাথে বলতে চেয়েছিল সবার কথা। পরে এক এক তিনি সবার কথা শুনেন এবং তা ভিওএ কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। দাবিসমূহের মধ্যে ছিল:

ক। ঢাকাসহ বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে আবার এফএম ব্যান্ডে বাংলা অনুষ্ঠান সম্প্রচার করার ব্যবস্থা করা।
খ। মোবাইল ফোনের মাধ্যমে (শর্ট কোড/বিবিসি'র মতো) ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা।
গ। সাপ্তাহিক/মাসিক কুইজ চালুর ব্যবস্থা করা।
ঘ। এমপি-থ্রী আকারে অনুষ্ঠানের অডিও ফাইল ওয়েবসাইট বা ফেইসবুক পাতায় আপলোড করা।
ঙ। অডিও ফাইলের পাশাপাশি লিখিত ডকুমেন্টস ওয়েবসাইটে প্রকাশ করা।
চ। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত কুইজের নানা দিক তুলে ধরা।
ছ। শ্রোতা ক্লাব রেজিষ্ট্রেশন দেয়ার ব্যপারে বিশেষ পদক্ষেপ নেয়া।
জ। বছরে একবার বড় আকারের শ্রোতা সম্মেলনের আয়োজন করা।
ঝ। বিভিন্ন জেলায় শ্রোতা সম্মেলন করলে সেখানে VOA এর প্রতিনিধি উপস্থিত থাকা।
ঞ। নিয়মিত শ্রোতাদের সাথে পত্রালাপ/যোগাযোগ করা।

এ সব বিষয় ছাড়াও ব্যাক্তিগত পর্যায়ের নানা বিষয় উঠে এসেছে আলোচনায়।
দীর্ঘ সাড়ে তিন ঘন্টার আলোচনার মাঝে সবাই প্রেস ক্লাবের নামকরা "ডালপুরী" খেতে ভুল করিনি। মি. আহসানুল হক সাহেবের সাথে ফটোসেশন সবাইকে এক কাতারে দাড় করিয়েছেন। সবাই দারুন উপভোগ করেছে বিস্তারিত আলোচনা।
মি. আহসান সাহেব সবাইকে নিয়মিতভাবে অনুষ্ঠান শোনা এবং মতামত জানানোর অনুরোধ করেন।
রাত সাড়ে আটটার পরে প্রেসক্লাব ছেড়ে যে যার গন্তব্যে চলে যায়।












Report@S21MP
27062014

Tuesday, June 10, 2014

বিশেষ কুইজ প্রতিযোগীতা: "বিশ্বকাপ ফুটবল ২০১৪ ব্রাজিল" উপলক্ষ্যে-


বন্ধুরা,

আমাদের "ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব" এবং "ঝিনুক ফাউন্ডেশন" এর 

পক্ষ থেকে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি কুইজের আয়োজন 

করতে যাচ্ছি। আমাকে কিছু প্রশ্ন ও পরামর্শ দিয়ে সাহায্য করুন। 

আশা করছি আমার বন্ধুরা আমাকে সার্বিক সাহায্য ও সহযোগীতা করবেন।
মোবাইল: ০১৭১৫৬৬৯৫৫৪।


ঢাকায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের সদস্য ও নিয়মিত শ্রোতাদের আলাপচারিতা

  ফেব্রুয়ারি ২৪, ২০২১। বুধবার। ঢাকা। আসসালামু আলাইকুম। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক আহসানুল হককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের...