Thursday, August 30, 2012

ক্লাব কার্যক্রম- ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব


>> ক্লাব কার্যক্রমের  কিছু তথ্য-ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব<<
আগস্ট ২০১২, ঈদুল ফিতর

আসসালামু আলাইকুম।
আমাদের ভালবাসা এবং শুভেচ্ছা নিবেন। আশা করছি সবাই ভাল আছেন।
আমরা সবাই ভাল আছি।

পরলিপি,

আগস্ট ২০১২, ঈদুল ফিতর পালন উপলক্ষ্যে ঢাকা থেকে গ্রামের বাড়ীতে যায় এবং বিভিন্ন বেতারের কার্যক্রম নিয়ে ক্লাবে আলোচনা হয়। নবীন-প্রবীণ সকল শ্রোতা উপস্থিত ছিল সকল আলোচনায়।

** দুইদিন ব্যাপী ইফতার পার্টির আয়োজন, ঈদ পুনর্মিলনীসহ নানা আয়োজন ছিল ক্লাব কর্মকান্ডের মধ্যে।
গ্রামের সবার ইন্টারনেট নেই তাই তাদের হয়ে আমি কোন কথা লিখিনি বলে অনেকে অভিযোগ করেছে। আমি কথা দিয়েছি সবার হয়েই লিখবো। Mশর্টওয়েভে আবার অনুষ্ঠান চালু করার ব্যাপারে সবাই মতামত দিয়েছে। তা না হলে যেন মিডিয়াম ওয়েভে হলেও ব্যাবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

ঈদ পরবর্তী নানা আয়োজন ছিল:
১) আলোচনা অনুষ্ঠান-বেতার এবং সামাজিক বিভিন্ন বিষয় ।
২) রেডিও শ্রোতা ক্লাব গাইড লাইন সম্পর্কে।
৩) রেডিও কর্তৃক প্রেরিত বিভিন্ন ডকুমেন্টস, পুরস্কার প্রাপ্তী ও অন্যান্য বিষয়।
৪) শ্রো্তা সম্মেলন ও শ্রোতা স্বার্থ সম্পর্কিত বিষয়।
৫) ভাষা শিক্ষা সংক্রান্ত বিষয়।
৬) প্রবীণ শ্রোতাদের সম্মাননা।
৭) আগামী ঈদ পরিকল্পনা এবং ক্লাব কার্যক্রম পরিচালনা পর্ষদ গঠন।
৮) স্মারক উপহার বিতরণ: ষ্টিকার, ব্যাজ, ভাষা শিক্ষার বই, অনুষ্ঠান সূচী ইত্যাদি।
৯) ডি-এক্সিং সামগ্রী প্রদর্শনী।
১০) ক্লাব সদস্যদের কর্মস্থল এবং বর্তমান অবস্থান সম্পর্কে আলোচনা।

** অনুষ্ঠানে আগত এবং ক্লাব শ্রোতাদের মধ্যে অনেকেই এখন নানা জায়গায় প্রতিষ্ঠিত।

যেমন-ইউপি চেয়ারম্যান, DBHaFIdনির্বাহী ম্যাজিষ্ট্রেট, গ্রাফিক্স ডিজাইনার, একাউন্ট্যান্ট, ব্যাংকার, বিভিন্ন বিশ্বব্যিালয়ে অধ্যয়নরত ছাত্র- বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক এএসপি, বর্তমান সেনাসদস্য, পুলিশ বাহিনীর সদস্য, পুলিশের এস আই সহ নানা পদের কর্মকর্তাবৃন্দ। সবাই এসেছিলেন ঈদ উপলক্ষ্যে গ্রামে এবং সবার সাথেই বৈঠক হয় নানা বিষয় নিয়ে।

সবার উপস্থিতিতে সকল কার্যক্রম সম্পন্ন হয় দারুনভাবে। 
আর এ কাজে ক্লাবের যেসকল সদস্যরা সহায়তা করেছে-

>> যেমন-নির্বাহী ম্যাজিষ্ট্রেট- মিজানুর রহমান (তুষার), একাউন্ট্যান্ট-মুনসুর আলী, গ্রাফিক্স ডিজাইনার-আলীনুর, ক্রিকেট খেলোয়াড়-রাশিদুল, নুরুল, রানা, মন্টু, ইলেকট্রিশিয়ান-মকলেসুর রহমান, পুলিশ সদস্য-মহিদুল ইসলাম, মামুনার রশিদ রাজা, ফিরোজ ও রতন, পল্লি পশু চিকিতসক-মোনায়েম হোসেন মহন, সেনাসদস্য-কামরুল ইসলাম, শামীম, ব্যবসায়ী-আ: বারেক, তোরাপ হোসেন, ব্যাংকার-মনা, গার্মেন্টস কর্মকর্তা-শামসুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ফিরোজ আহমেদ, ইসলামী বিশ্কবিদ্যালয়ের ছাত্র-নাসির ও লাল মিয়া, বুয়েটের-মুবিন, সিরাজগঞ্জ মেডিকেলের-মাসুদ, পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজের-মামুন, পলিটেকনিকের শিক্ষক-টুটুল, এনজিও কর্মকর্তা-মাসুদ, ইলেক্ট্রিক্যাল কোম্পাণীর ইঞ্জিনিয়ার-আমিরুল ইসলাম, ইউপি  নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সমাজ সেবক -মো: দবির উদ্দিন বিশ্বাস প্রমুখ।

সবার শুভকামনা আর উপস্থিতিতে ক্লাবে আবার নতুন করে প্রাণ ফিরে আসে।
আগামী পরিকল্পনার চিন্তা নিয়ে সবাই যে যার মতো ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্নি প্রান্তে....

জয় হোক সবার....

শুভকামনায়..
সোহেল রানা হৃদয় (S21MP)
প্রেসিডেন্ট-ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব,
dHভিউয়ার/পরিদর্শক
আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬। বাংলাদেশ।
মোবাইল: +৮৮ ০১৭১৫৬৬৯৫৫৪।
ওয়েবসাইট: http://www.fdcradio.blogspot.com
ফেইসবুক: www.facebook.com/kushtia.rana

MD SHOHEL RANA REDOY (S21MP),
PRESIDENT: FRIENDS D-XING CLUB,
REG NO. CRI-B-092-04.
VIEWER/INSPECTOR.
IGS&C, DHAKA CANTONMENT, DHAKA-1206.
BANGLADESH.
CELL: +88 01715669554.

বিস্তারিত ছবি >>> ফেইসবুক ও ওয়েবসাইটের ঠিকানায় ক্লিক করুন>>>>


স্মৃতিময় কিছু ছবি-ঈদুল ফিতর- আগস্ট ২০, ২০১২

ঈদুল ফিতর ২০১২ এবং ক্লাব কর্তৃক আয়োজিত কিছু ছবি...





















বিস্তারিত:...

Wednesday, August 29, 2012

চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ প্রতিনিধি সম্মেলন সম্পর্কিত জরিপ








চলতি বছর বিশ্বের অনেক দেশ ও অঞ্চলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ প্রতিনিধি সম্মেলনও এ বছরে আয়োজিত হবে। সম্মেলনে নতুন নেতৃবৃন্দ নির্বাচিত হবেন। সম্মেলনে পরবর্তী ৫ বা ১০ বছরে চীনের কমিউনিস্ট পার্টি ও দেশের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। সিআরআই ও সিআইবিএন সারা বিশ্বের শ্রোতাদের মধ্যে চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ প্রতিনিধি সম্মেলন সম্পর্কিত জরিপ আয়োজন করবে। এবারের জরিপে অংশগ্রহণকারীদের মধ্য থেকে আমরা ৩ হাজার জন নির্বাচিত করবো পুরস্কার প্রদানের জন্য। এ জরিপ এখন থেকে শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আশা করি, সব শ্রোতা জরিপে অংশ নেবেন।

এক. আপনি চীনের কমিউনিস্ট পার্টি সম্পর্কে জানেন কিনা? *
দুই. আপনি কীভাবে চীনের কমিউনিস্ট পার্টি সম্পর্কে জেনেছেন?
তিন. আপনি জানেন কি এ বছর চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ প্রতিনিধি সম্মেলন আয়োজিত হবে?
চার. আপনি সিআরআইর মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ প্রতিনিধি সম্মেলন সম্পর্কে কী কী বিষয় জানতে চান?
পাঁচ. অষ্টাদশ প্রতিনিধি সম্মেলনের পর চীনের কমিউনিস্ট পার্টি কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলে আপনার মনে হয়।
ছয়. চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ প্রতিনিধি সম্মেলনের পর চীন বিশ্বের কোন কোন ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?
সাত. চীনের কমিউনিস্ট পার্টি সম্পর্কে আপনি কোন কোন বিষয় একমত?
আট. আপনি কীভাবে চীনের কমিউনিস্ট পার্টির ক্ষমতা প্রয়োগের সামর্থ্য মূল্যায়ন করেন?
নয়. চীনের কমিউনিস্ট পার্টি অর্জিত অর্থনৈতিক সাফল্যের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়?
দশ. চীনের কমিউনিস্ট পার্টির কাছ থেকে আপনার কোনো প্রত্যাশা রয়েছে?

নাম
ই-মেইল
নাগরিকত্ব
ঠিকানা
পেশা
বয়স
রিপোর্ট:হৃদয়

বাংলার পতাকা

আমার বাংলাদেশ >>>
ছোট্ট একটি ভিডিও ক্লিপ >>>>

Monday, August 27, 2012

GIFTS FROM RADIO TAIWAN INTERNATIONAL (RTI)

BUSINESS DIARY, QSL CARDS (ROWSHAN ARA LABONE), VIEW CAR AND OTHER DOCMENTS AS A GIFTS FROM RADIO TAIWAN INTERNATIONAL (RTI)































http://www.facebook.com/kushtia.rana

রিপোর্ট:
হৃদয়
২৮০৮২০১২

Friday, August 10, 2012

ডয়চে ভেলে জার্মান বেতার-বাংলা বিভাগ- আগস্ট ২০১২ মাসের ধাধা


ডয়চে ভেলে জার্মান বেতার-বাংলা বিভাগ- আগস্ট ২০১২ মাসের ধাধা

                   


                    ২০১২ সালের অলিম্পিক শহর কোনটি?
     
          - বেইজিং
            - লন্ডন না
            - শিকাগো?
            উত্তর পাঠিয়ে দিন ই-মেল, এসএমএস অথবা ডাকে৷ পাঠানোর শেষ তারিখ ৩১শে আগস্ট৷
            বিজয়ীদের জন্য থাকছে একটি আইপড আর দু’টো ছোট রেডিও৷
            বাংলাদেশ
            গুলশান পোস্ট অফিস, পোস্টবক্স ৬১৩০ ,গুলশান ১, ঢাকা - ১২১২
            ভারত
            পোস্টবক্স নং ৫২১১, চাণক্যপুরি, নতুন দিল্লি ১১০০২১
            জার্মানি
            ৫৩১১০ বন, জার্মানি
            বাংলাদেশ থেকে এসএমএস করার নম্বর 0088 0173 0302205
            আর ভারত থেকে এসএমএস করার নম্বর 0091 9830 997232
            ই-মেল ঠিকানা: bengali@dw.de
            http://www.dw.de/dw/article/0,,15992003,00.html

            রিপোর্ট:
            হৃদয়-১০০৮২০১২

রেডিও জাপান বাংলা বিভাগ আগস্ট, ২০১২-এর কুইজ


রেডিও জাপান বাংলা বিভাগ
আগস্ট, ২০১২-এর কুইজ ও  সম্ভ্যাব্য উত্তর:







আগস্ট, ২০১২-এর কুইজ ও সম্ভাব্য উত্তর :
সঠিক উত্তর আমাদের কাছে পাঠিয়ে দিন ৩১শে আগস্টের মধ্যে।

১) কোনটি একধরণের ই-বুক রিডার?
ক) আমাজন খ) কোবো টাচ গ) ফেইস বুক

২) হিবারি মিসোরা কে ছিলেন?
ক) কারু শিল্পী খ) চিত্র শিল্পী গ) সঙ্গীত শিল্পী

বিস্তারিত নিচের লিংক এ >>>>>>>>


রিপোর্ট:

মো: সোহেল রানা হৃদয় (S21MP)
প্রেসিডেন্ট- ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব (FDC)  (রেজি: নং- CRI-B-92-04)
ভিউয়ার, আই জি এস এন্ড সি,  ঢাকা সেনানিবাস,  ঢাকা-১২০৬, বাংলাদেশ।
মোবাইল: +০০৮৮ ০১৭১৫ ৬৬৯ ৫৫৪।



রেডিও তেহরান-ইরান অনলাইন কুইজ প্রতিযোগিতা-পর্ব-৭

রেডিও তেহরান-ইরান
অনলাইন কুইজ প্রতিযোগিতা-পর্ব-৭

রেডিও তেহরানের অনলাইন পাঠকদের জন্য ৭ম পর্বের কুইজ দেয়া হলো।

এ পর্বের উত্তর পাঠানোর শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। উত্তর অবশ্যই ই-মেইলে পাঠাতে হবে। উত্তরপত্রে প্রতিযোগীর নাম- পূর্ণাঙ্গ ঠিকানা, টেলিফোন নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। উত্তর পাঠানোর ঠিকানা -banglaradio@irib.ir

সঠিক উত্তরদাতাদের সবার নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।


রেডিও তেহরান বাংলা বিভাগ- অনলাইন কুইজ প্রতিযোগিতা-৭ এর প্রশ্নমালা ও উত্তর:

১. ইটের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি?

২. তেহরানে ২৯তম কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারি প্রতিযোগীদের নাম কি?

৩. ইরানের কত জন সংসদ সদস্য রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার নিন্দা জানিয়েছেন?

৪. সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রস্তাবে কোন কোন দেশ ভেটো দিয়েছে?

৫. ইরানের মাশহাদ শহরে নবীবংশের কোন্‌ ইমামের মাজার অবস্থিত?

৬.  'উম্মে আবিহা' অর্থ কি? কাকে উম্মে আবিহা বলা হয়?

উত্তর ও ডি-এক্সিং সংক্রান্ত ব্যাপরে জানতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন: 

রিপোর্ট:

মো: সোহেল রানা হৃদয় (S21MP)
প্রেসিডেন্ট: ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব
ভিউয়ার/ইন্সপেক্টর
আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।শ
মোবাইল: +৮৮ ০১৭১৫ ৬৬৯৫৫৪।
E-mail: kushtia.rana@gmail.com

ঢাকায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের সদস্য ও নিয়মিত শ্রোতাদের আলাপচারিতা

  ফেব্রুয়ারি ২৪, ২০২১। বুধবার। ঢাকা। আসসালামু আলাইকুম। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক আহসানুল হককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের...