প্রিয় শ্রোতা ও পাঠক বন্ধুরা! এটা খুবই দুঃখের খবর, তা যেমন আপনাদের জন্য, তেমনই আমাদের জন্যও. কারণ যতদিন আজ এই “রেডিও রাশিয়ার” বাংলা ভাষার পাতা কাজ করেছে, আমরা সবসময়েই চেষ্টা করে গেছি সম্পূর্ণ ভাবেই রাশিয়া ও বিশ্বের খবর আমাদের পাঠক দর্শক ও শ্রোতাদের কাছে পৌঁছে দিতে. আমরা সারাটা সময় জুড়েই টের পেয়েছি আপনাদের আগ্রহ ও আমাদের কাজ নিয়ে “রেডিও রাশিয়ার” বাংলা ভাষার পাতায় ও ফেসবুকের পাতায় আপনাদের মন্তব্য দেখে. আপনাদের সকলের জন্যই আমাদের তরফ থেকে রইল অকুণ্ঠ ধন্যবাদ. এটা আমাদের জন্য সবসময়েই ছিল খুবই গুরুত্বপূর্ণ.
কিন্তু যেমন বলা হয়ে থাকে যে, আমরা মনে করি আর ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ হয়ে থাকে. আজকের দিনে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি. তবে যেমন আবারও আমরা বলব হিন্দুস্থানের প্রবচনে যেমন বলা হয়ে থাকে যে, “দুনিয়া আশাতেই বেঁচে থাকে”.


Report@S21MP
29122013

সম্পূর্ণ পড়তে হলে: http://bengali.ruvr.ru/news/2013_12_26/radio-pata-bandha/