Wednesday, February 24, 2021

ঢাকায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের সদস্য ও নিয়মিত শ্রোতাদের আলাপচারিতা

 ফেব্রুয়ারি ২৪, ২০২১। বুধবার। ঢাকা।

আসসালামু আলাইকুম।

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক আহসানুল হককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের সদস্য ও নিয়মিত শ্রোতাদের আলাপচারিতা

গত ২৩ ফেব্রুয়ারি ২০২১ রোজ মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে সিটি মহল কনভেনশন হলে ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যান ক্লাবস এর আয়োজনে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক আহসানুল হককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের সদস্য ও নিয়মিত শ্রোতাদের আলাপচারিতা অনুষ্ঠিত হয়। এ দিন সন্ধ্যায় জমকালো পরিবেশে ভিওএ ফ্যান ক্লাব বিজয়করা, চৌদ্দগ্রাম কুমিল্লার প্রেসিডেন্ট যুবরাজ চৌধুরীর সভাপতিত্বে এবং ভয়েস অব আমেরিকার বাংলাদেশের সাংবাদিক প্রতিক ওমরের উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরু হয়।

 








সারা দেশ থেকে আগত দর্শক ও শ্রোতা সংগঠকদের মধ্যে যারা উপস্থিত ছিলেন-

১। মো: মকলেচুর রহমান                    - সভাপতি, খাদিমপুর ভিওএ ফ্যান ক্লাব, কুষ্টিয়া

২। মো: আবু তাহের                          - সভাপতি, ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাব টাঙ্গাইল

৩। মো: সোহেল রানা হৃদয়                 - সেক্রেটারী, ভিওএ লিসেনার্স ক্লাব ঢাকা।

৪। মো: জামাল আহমেদ সুবর্ণ              - আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ভিওএ লিসেনার্স ক্লাব ঢাকা।

৫। মোছা: রওশন আরা লাবনী              - শিশু ও নারী বিষয়ক সম্পাদক, ভিওএ লিসেনার্স ক্লাব ঢাকা।

৬। মো: শাহাদাত হোসেন                    - সভাপতি, ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাব, সুনামগঞ্জ

৭। মো: মন্জুরুল আলম রিপন              - স্বত্তাধিকারী, ভয়েস অব ডি-এক্সিং

৮। এইচম এম তারেক                       - সভাপতি, উৎস ডি-এক্স কর্ণার, নারায়নগঞ্জ

৯। মো: মোবারক হোসেন ফনি              - সভাপতি, দীঘি বেতার শ্রোতা ক্লাব, টাঙ্গাইল

১০। এটিএম আতাউর রহমান রঞ্জু          - সভাপতি, আলোকিত মানুষ চাই বেতার শ্রোতা ক্লাব, রংপুর

১১। খন্দকার এরফান আলী বিপ্লব         - সভাপতি, ন্যাশনাল রেডিও ক্লাব, ঢাকা

১২। এম আলম, ঢাকা

১৩। ছাকিব আল কাওছার, বরগুনা

১৪। হাসান রুহুল, ঢাকা

১৫। মিতু ফারিয়া, ঢাকা

১৬। শাহারিয়ার রহমান

১৭। রাশেদ আলম, ঢাকা

১৮। এ এসএম রিদয়, ঢাকা

১৯। জাহাঙ্গীর আলম, ঢাকা

২০। সোহেল মুরাদ স্নিগ্ধ, কুষ্টিয়া

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজল চৌধুরী ও লেখক রেজাউল হক হেলাল।

অনুষ্ঠানের শুরুতে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আহসানুল হক এবং অতিথি রেজাউল হক হেলাল কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান যথাক্রমে কুষ্টিয়ার শ্রোতাবন্ধু মকলেচুর রহমান এবং সুনামগঞ্জের শ্রোতাবন্ধু শাহাদাত হোসেন। পরিচয় পর্বে একে একে উপস্থিত সকল শ্রোতাবন্ধু নিজের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন। তারপর প্রধান অতিথির অনুমতিক্রমে উপস্থিত শ্রোতারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। বর্তমান ডিজিটালাইজেশন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়েস অব আমেরিকার অনুষ্ঠান প্রচার এবং এর তাৎপর্য় নিয়ে দীর্ঘ  আলোচনা হয়। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাংবাদিক প্রধান অতিথি শ্রোতাদের সকল প্রশ্নে জবাব দেন এবং নানা রকম অভাব অভিযোগ নোট করে নেন। শ্রোতাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন- এইচ এম তারেক, সোহেল রানা হৃদয়, মন্জুরুল আলম রিপন, এম জামাল আহম্মেদ সূবর্ণ, মোবারক হোসেন ফনি, মকলেচুর রহমান, আতাউর রহমান রঞ্জু, আবু তাহেরসহ আরো অনেকে।

সকল শ্রোতার দাবি গুলোর সারাংশ-

ক। বাংলাদেশে আবার এফএম ব্যান্ডে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা।

খ। প্রতি বছর অন্তত ঢাকায় একটি শ্রোতা সম্মেলন আয়োজন করা। সম্ভব হলে বিভিন্ন বিভাগীয় শহরেও আয়োজন করা।

গ। শ্রোতাদের চিঠিপত্রের নিয়মিত উত্তরদান।

ঘ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টকৃত খবরে শ্রোতাদের প্রশ্নসম্বলিত মতামতের উত্তর দেয়া।

ঙ। শ্রোতাদেরকে নিয়মিত প্রমোশোনাল উপহার সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা।

চ। শ্রোতা সম্পর্ক বাড়াতে নিয়মিত মাসিক কুইজের ব্যবস্থা করা।

উপস্থিত শ্রোতারা ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের অনুষ্ঠানের আরো নানা বিষয়ে মতামত প্রদান করেন। শ্রোতাদের সকল মতামত ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাংবাদিক জনাব আহসানুল হক, আমেরিকায় ফিরে কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন।

অনুষ্ঠানে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাংবাদিক জনাব আহসানুল হককে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজক কর্তৃপক্ষ তাছাড়া ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের সম্মানে একটি ক্রেস্ট অতিথির কাছে প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবন্ধুদেরকে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাংবাদিক আহসানুল হক এর পক্ষ থেকে তারই লেখা “নব আনন্দে জাগো”, অতিথি রেজাউল হক হেলাল সাহেব এর লেখা  “মরু দিগন্তে কান্না” শিরোনামের বই উপহার দেন। এছাড়াও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের নিউইয়র্ক প্রতিনিধি জনাব আকবর হায়দার কিরনের সৌজন্যে কলম এবং ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ লিসেনার্স ক্লাব খুলনার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর সৌজন্যে মাস্ক এবং ভয়েস অব ডি-এক্সিং এর সৌজন্যে চাবীর রিং বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে ডিনারের জন্য আহবান জানান অনুষ্ঠানের আয়োজক জনাব যুবরাজ চৌধুরী।

পূনরায় এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার এবং পুরো এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য প্রধান অতিথি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।।

 রিপোর্ট:

সোহেল রানা হৃদয়

ভিওএ লিসেনার্স ক্লাব ঢাকা 

ফেব্রুয়ারি ২৪, ২০২১।

ঢাকায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের সদস্য ও নিয়মিত শ্রোতাদের আলাপচারিতা

  ফেব্রুয়ারি ২৪, ২০২১। বুধবার। ঢাকা। আসসালামু আলাইকুম। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাংবাদিক আহসানুল হককে সংবর্ধনা, ভিওএ ফ্যান ক্লাবের...