প্রিয় বন্ধুরা,
গতকাল আমরা ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের সাথে মিলিত হয়েছিলাম ঢাকার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ৫৫ বছর পূর্তির এই অনুষ্ঠানের পুরোটা জুড়ে ছিল আমাদের প্রিয় ডি-এক্সার এম বি জামান সিদ্দিকীর স্মরণে বিভিন্ন জনের কথা। আমাদের প্রিয় রোকেয়া হায়দার আপার খুব প্রিয় একজন মানুষ ছিলেন জামান ভাই। জামান সিদ্দিকীর স্মরণে কিছু বলতে গিয়ে আপা কান্নায় ভেঙ্গে পড়েন। পুরো অডিটরিয়ামের পরিবেশ ভারী হয়ে উঠে। অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত এবং জামান সিদ্দিকী ভাইয়ের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। জামান সিদ্দিকী ভাইয়ের আরো একজন বন্ধু সাবেক জার্মানীর রাষ্ট্রদূত মি. মশউদ মান্নান সাহেবও স্মৃতি চারণা করেন। অনুষ্ঠানে জামান ভাইয়ের বোনেরা এসেছিলেন। সবার কাছে জামান ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। সারাদেশ থেকে আসা শতাধিক শ্রোতার সবাই জামান ভাইকে স্মরণ করেছেন বিভিন্ন ভাবে। আমাদের প্রিয় আরেক সিনিয়র ডি-এক্সার এবং ভয়েস অব আমেরকা ফ্যান ক্লাবের সক্রিয় কর্মী চুয়াডাঙ্গার আব্দুল্লাহ ভাই অসুস্থতার কারণে অনুষ্ঠানের যোগ দিতে পারিনি।
সবার মঙ্গল কামনায়-
সোহেল রানা হৃদয়।
প্রেসিডেন্ট: ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব,
আইজিএস্এন্ডসি, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬। মোবাইলমে
মোবাইল: ০১৭১৫৬৬৯৫৫৪।
প্রেসিডেন্ট: ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব,
আইজিএস্এন্ডসি, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬। মোবাইলমে
মোবাইল: ০১৭১৫৬৬৯৫৫৪।